Last Updated: Sunday, January 6, 2013, 16:53
মাত্র পঁচিশ বছর বয়সেই অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি। প্লাতিনি, জোহান ক্রুয়েফ, জিদান, রোনাল্ডোর মত কিংবদন্তি ফুটবলাররা যা করতে পারেননি, তা করে দেখানোর সুযোগ আর্জেন্টিনীয় সুপারস্টারের সামনে। টানা চার বার বিশ্বসেরা ফুটবলার হওয়ার দোড়গোড়ায় লিও মেসি।